Header Ads

আলোর পথে আপনাকে স্বাগতম। আলোর পথের লেটেস্ট আপডেট পেতে সঙ্গেই থাকুন।

টয়লেটে যাওয়ার দোয়া


উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খবাইছ’।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও নারী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি।

কখন পড়বেন : টয়লেটে প্রবেশের আগে।
উপকার : টয়লেটে দুষ্ট জিনেরা বাস করে। কেউ টয়লেটে প্রবেশের সময় দোয়া না পড়লে তারা তার যৌনাঙ্গ নিয়ে খেলা করে। কিন্তু কেউ যদি টয়লেটে প্রবেশ করার আগে উপরোক্ত দোয়া পড়ে নেয়, তবে দুষ্ট জিনেরা তাকে দেখতে পায় না। তাই রাসুল (সা.) স্বীয় উম্মতকে টয়লেটে প্রবেশের পূর্বে সর্বদা আল্লাহর কাছে দুষ্ট জিনদের আক্রমণ থেকে আশ্রয় চাওয়ার তাগিদ দিয়েছেন। তিনি নিজেও এর ওপর আমল করতেন।
আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তিনি বলতেন, হে আল্লাহ! আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও নারী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি। (বুখারি, হাদিস : ৬৩২২)

আমাদের নিত্য নতুন আপডেট পেতে লাইক এবং শেয়ার করুন

No comments

Powered by Blogger.