Header Ads

আলোর পথে আপনাকে স্বাগতম। আলোর পথের লেটেস্ট আপডেট পেতে সঙ্গেই থাকুন।

স্ত্রীর #সাথে পায়ুপথে# সহবাস করা যাবে কিনা# তার বিধান#



*স্ত্রীর পায়ুপথে সঙ্গমের বিধানঃ
কতিপয় দুর্বল ঈমানের ফাসেক লোকেরা স্ত্রী'লোকদের পায়ুপথে সহবাস করে থাকে ! যা শারিয়ার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুনাহের কাজ এবং কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত কাজ। নাবী সাল্লালাহু আলাইহি অয়াসাল্লাম এই কাজে জড়িত ব্যক্তিদের প্রতি অভিশম্পতকরেছেন।
আবু হুরাইরা (রাদী) হতে বর্ণিত, রাসুল (সা) বলেন, " তার প্রতি আল্লাহ্র লানতযে তার স্ত্রী'র মলদ্বারে সঙ্গম করে"( মুসনাদে আহমাদ ) অন্য হাদিছে আছে,
"যে ব্যক্তি কোন পুরুষ বা নারীর মলদ্বারে সংগম করবে, আল্লাহ তার দিকে তাকাবেন না।" (তিরমিযী, নাসায়ী)
অনেক সুস্থ বিবেকবান স্ত্রী আছেন যারা এই নোংরা কাজে স্বামীকে বাঁধা দিয়ে অস্মমতি প্রকাশ করে থাকেন, কিন্তু স্বামীরা জোর-জবস্তি কিংবা তালাকের ভয় দেখিয়ে এই কুরুচিপূর্ণ কাজ করে থাকেন। আবার অনেক স্ত্রী'রা যেহেতু লজ্জাশীল, তাই এই ব্যাপারে শারিয়াতের হুকুম সমন্ধে কোন আলেমের নিকট জিজ্ঞাসা করতে লজ্জা পান। আবার অনেক স্বামী এই ব্যাপারে ধোঁকা দিয়ে তাঁদের স্ত্রীদের কে বলেন, এই কাজ হালাল ! দলিল স্বরূপ তাঁরা কুরআনে কারিমের এই আয়াতের উদ্ধৃতি দিয়ে থাকেন, "তোমাদের স্ত্রী তোমাদের শস্য ক্ষেত্র। অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পার।……….(২: ২২৩)"
…জাবির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদীরা বলত যে, যদি কেউ স্ত্রীর পেছন দিকে থেকে সহবাস করে তাহেল সন্তান টেরা চোখের হয়। তখন (তাদের এ ধারণা রদ করে) “নিসাউকুম হারসুল লাকুম” আয়াত অবতীর্ণ হয়।
আর এই কথা সবার জানা যে, কুরআনে কারিমের আয়াতের তাফসীর হাদিছে রয়েছে, রাসুলুল্লাহ (সা) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, " স্বামীর যেভাবে ইচ্ছে স্ত্রীর সামনের দিক দিয়ে পেছনের দিক দিয়ে সঙ্গম করতে পারে, যতক্ষণ তা তার (স্ত্রীর) যোনিপথে ও প্রসবদ্বারে হবে।" আর এই কথা অবোধ্য নয় যে, নারীর মলদ্বার এবং পায়ুপথ সন্তানাদির প্রসবদ্বার নহে ! আসলে, মানুষের এই জঘন্য পাপের অস্তিত্বর কারন হল এই যে, মানুষ বিবাহের পূর্বে কামনা পূরণের জন্য নানা রকম অশ্লীল সিনেমার সাহায্য নেয় ! আর এইসব থেকে তাওবা না করেই বিবাহের মতো পবিত্র জীবনে প্রবেশ করে এবং পূর্বেকার নোংরামি অভিজ্ঞতার মন মানসিকতার প্রতিফলন এই জীবনে প্রকাশ করায় ! অথচ, এই কাজটি যে (পায়ুপথে সঙ্গম) হারাম, তাকারো জানার বাহিরে থাকার কথা নহে ! যদিও সেটা স্বামী-স্ত্রীর উভয়ের সম্মতিক্রমে হয়ে থাকুক না কেন ! কারন উভয় পক্ষের সম্মতিতে কোন হারাম কাজ কেহালাল করে দিতে পারে নাহ !
আল্লাহপাক যেন উনার এই ক্রোধের এবং অভিশম্পতের কাজ থেকে আমাদের দূরে রাখেন, আমীন।
*বিঃ দ্রঃ হক কে জানার ব্যাপারে যেন আমাদের লজ্জা অন্তরায় হয়ে না দাড়ায় !
প্রখ্যাত তাবেই মুজাহিদ বলেন,-প্রশ্ন করতে ''লজ্জাকারী বা অহংকারী'' ইলম শিখতে পারে না।
মু’মিনীন উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবূ তালহা (রাঃ)-র স্ত্রী উম্মে সুলায়ম (রাঃ) রাসূল (সাঃ) এর খিদমতে এসে বললেনঃ ইয়া রাসূল (সাঃ)! আল্লাহ্ তা’আলা হকের ব্যাপারে লজ্জা করেন না। (তাই আমিও করবো নাহ ) স্ত্রীলোকের ইহ্তিলাম (স্বপ্নদোষ) হলে কি গোসল ফরয হবে? রাসূল (সাঃ) বললেনঃ হ্যঁ। , যদি তারা বীর্য দেখে। {সহীহ বুখারি | অধ্যায়ঃ ৫/ গোসল | হাদিস নাম্বার: 278}
আয়শা রাঃ বলেন-আনসারী মহিলারা
দ্বীন শিখতে তাদের লজ্জা আটকে রাখেনি । {সহীহ বুখারী, লজ্জা ঈমানের অঙ্গ অধ্যায়} । (সংগ্রহ

আসসালামুয়ালাইকুম সুধীমণ্ডলী আমাদের নিত্য নতুন আপডেট পেতে লাইক এবং শেয়ার করুন)

No comments

Powered by Blogger.